স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ মে :শনিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চড়িলাম বাজারের একটি দোকান। জানা যায় এইদিন সকালে স্থানীয় লোকজন প্রাত ভ্রমণে বের হলে দেখতে পান চড়িলাম বাজারের অজয় কর্মকার ও অভয় কর্মকারের দোকান থেকে আগুনের ধুয়া বের হচ্ছে।
সাথে সাথে স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু বিশালগড় ও বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনের মোবাইল নাম্বার সুইচ অফ থাকায় দমকল বাহিনীর কর্মীদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় স্থানীয়রা। পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। পুলিশের পক্ষ থেকে বিশালগড় ও বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। দুই স্টেশন থেকে ঘটনাস্থলে ছুটে যায় দুইটি দমকলের ইঞ্জিন। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারন করে। একটা সময় দমকলের দুইটি ইঞ্জিনের জল শেষ হয়ে যায়। তখন পার্সবর্তি পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে গোটা দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।