Saturday, May 17, 2025
বাড়িখেলাক্লপের রেখে যাওয়া লিভারপুল স্কোয়াড নিয়ে খুশি স্লট

ক্লপের রেখে যাওয়া লিভারপুল স্কোয়াড নিয়ে খুশি স্লট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ আগস্ট: লিভারপুলের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টেনে গত মৌসুম শেষ দায়িত্ব ছেড়ে দেন ক্লপ। তার জায়গায় প্রধান কোচ হিসেবে আসেন স্লট। এরই মধ্যেই চারটি প্রীতি ম্যাচে লিভারপুলের ডাগআউটে ছিলেন ডাচ এই কোচ। একটিতেও পাননি হারের স্বাদ।কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচের অভিজ্ঞতা শনিবার হচ্ছে স্লটের। ইপ্সউইচ টাউনের বিপক্ষে লড়াই দিয়ে লিগ মৌসুম শুরু করবে লিভারপুল। নতুন পথচলা শুরুর আগে রেয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দিকে দলে টানতে চেয়েছিলেন স্লট। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে দলে যোগ করতে পারেনি লিভারপুল।স্লট অবশ্য এসব নিয়ে ভাবছেন না। লিগ মৌসুম শুরুর আগের দিন বললেন, দলে থাকা খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যাওয়ার কথা।

“আমাদের যে খেলোয়াড় আছে, তাদের নিয়েই আমরা এগিয়ে যাব। (ওয়াতারু) এন্দো প্রাক-মৌসুমে ভালো করেছে। আমরা ভালো অবস্থানে আছি… জুবিমেন্দি না আসার সিদ্ধান্ত নিয়েছে, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। যদি কোনো খেলোয়াড় না আসার সিদ্ধান্ত নেয়, তাহলে এটা স্পষ্ট যে সে আসবে না।”লিভারপুল যে ঘরানার ফুটবল খেলেছে এতদিন তা স্লটের ধরনের সঙ্গে অনেকটাই মিলে যায়। তাই খুব বেশি কিছু পরিবর্তনের প্রয়োজন দেখেন না নতুন কোচ। একই সঙ্গে তিনি উল্লেখ করলেন, ক্লপের রেখে যাওয়া অবস্থান থেকেই লিভারপুলকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার কথা।

“ইয়ুর্গেন দলকে ভালো জায়গায় রেখে গেছে এবং আমরা সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি… আমরা সবকিছু পরিবর্তন করছি না। আসলে, আমরা খুব বেশি পরিবর্তন করিনি কারণ অনেক কিছুই ভালো অবস্থায় ছিল।”“আমার জন্য সৌভাগ্য, আমার খেলার স্টাইলের অনেক কিছুই ছেলেরা আগে থেকেই জানে, কারণ অনেক কিছুই একই রয়ে গেছে এবং যেখানে দলের উন্নতির প্রয়োজন সেখানে কাজ করার চেষ্টা করেছি।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!