Saturday, May 17, 2025
বাড়িরাজ্যবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস আয়োজন করার সিদ্ধান্ত নিল সংহতি ক্লাব

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস আয়োজন করার সিদ্ধান্ত নিল সংহতি ক্লাব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : রাজধানীর রামনগর এলাকার ঐতিহ্যবাহী ক্লাব সংহতি। আগামী ১৫ই আগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে সংহতি ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সকল কর্মসূচি সম্পর্কে সোমবার ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্লাবের সম্পাদক দীপক মজুমদার।

সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতি শিশির মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্লাবের সম্পাদক তথা মেয়র দীপক মজুমদার আরো জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে সংহতি ক্লাবের পুজা প্রাঙ্গনে আয়োজিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরন শিবির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগরতলা নাগিছড়া স্থিত কাঠিয়া বাবা আশ্রমের মহারাজ সদানন্দ দাস, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র এবং সংহতি ক্লাব সম্পাদক  দীপক মজুমদার।

এদিনের এই অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৩/২০২৪ সালের সদর সিনিয়র ক্লাব ক্রিকেটে সংহতি ক্লাব ত্রি-মুকুটের শিরোপা অর্জন করা বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন, সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ এবং তপন মেমোরিয়েল নক্ আউটে বিজয়ী খেলোয়ারদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!