Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যপুলিশের জালে আটজন ড্রাগস কারবারি

পুলিশের জালে আটজন ড্রাগস কারবারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : শহরের পরিবেশ বিষিয়ে তুলেছে ড্রাগস কারবারিরা। নিরাপত্তাহীনতায় ভুগছে শহরবাসী। বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে শহরে। মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে এবং খবরের শিরোনাম দেখে অবশেষে মাঠে নামলো পুলিশ। রবিবার রাতে পূর্ব আগরতলা থানা এলাকা থেকে আটক হয় আটজন নেশাকারবারি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, কিছু গাঁজা, তিনটি বাইক ও একটি রিক্সা।

 পশ্চিম জেলার পুলিস সুপার কিরন কুমার কে পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দুইদিন পূর্বে নেশা সেবনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। আগরতলা শহরের একাধিক স্থানে এই অভিযান চালানো হয়। রবিবার রাতে পূর্ব আগরতলা থানার পুলিস অভিযান চালিয়ে বলদাখাল ও স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ৮ নেশাকারবারিকে আটক করে।

 বলদাখাল এলাকা থেকে প্রথমে তিন জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় তাদের সাথে আরও লোক যুক্ত রয়েছে। সেই মোতাবেক টাউন হল এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করা হয়। তারপর চিলড্রেন পার্ক এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়। ধৃতরা নেশা বাণিজ্যের পাশাপাশি চুরির সাথেও যুক্ত। তাদের কাছ থেকে তিনটি বাইক, একটি রিক্সা, ব্রাউন সুগার ভর্তি ২৩৪ টি কৌটা ও কিছু গাঁজা উদ্ধার হয়। ধৃতদের সোমবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য