Friday, May 30, 2025
বাড়িরাজ্যজমি অধিগ্রহণের টাকা মিটিয়ে না দেওয়ায় সিপাহীজলার অতিরিক্ত জেলা শাসকের অফিস সিল...

জমি অধিগ্রহণের টাকা মিটিয়ে না দেওয়ায় সিপাহীজলার অতিরিক্ত জেলা শাসকের অফিস সিল হলো

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : সোমবার বিকেলে সিপাহীজলা জেলা অতিরিক্ত জেলা শাসকের জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সেল করলো আদালত। জানা যায়, একটি সংস্থার জমিতে সিপাহীজলা জেলা শাসকের অফিস নির্মাণ করা। পরে সেই সংস্থা টাকা না পেয়ে ২০২০ সালে আদালতে মামলা দায়ের করেন। উক্ত জমির মূল্য ছিল ৫ কোটি টাকার অধিক।

 পরে গত ৩০ জুলাই এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ উক্ত মামলার রায় দেন। এবং এই সংখ্যাকে টাকা না দেওয়া আদালতের নির্দেশ মূলে সোমবার বিকেলে সিপাহীজলা জেলাশাসকের অফিসে অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল করেন। যতদিন না পর্যন্ত প্রকৃত মালিক জমির সঠিক মূল্য পাবে ততদিন পর্যন্ত অফিস তালা থাকবে বলে জানান আইনজীবীরা। এদিকে সিপাহীজলা জেলা অতিরিক্ত জেলাশাসকের অফিসে জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসে আদালতের নির্দেশে সিল করে দেওয়ার বিষয়ে ছিঃ ছিঃ রব উঠেছে। অতিরিক্ত জেলা শাসকের অফিসে আদালতের নির্দেশে সিল করে দেওয়ার বিষয় নিয়ে হতবাক জনগণ। কেননা প্রকৃত টাকা পেতে সরকারি ঘরেই আদালতের নির্দেশে তালা দিতে হয় তাহলে আমজনতা কাছ থেকে ক্রয় করা সরকারের জমির মূল্য পেতে কতটুকু দুর্ভোগ পোহাতে হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। হয়তো এ ধরনের ঘটনা ভূ- ভারতে নজিরবিহীন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!