Monday, May 19, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারে হাত লাগালো ছাত্রছাত্রীরা, লজ্জায় মুখ লুকালো প্রশাসনিক আধিকারিক থেকে শুরু...

রাস্তা সংস্কারে হাত লাগালো ছাত্রছাত্রীরা, লজ্জায় মুখ লুকালো প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : আমবাসা পুর পরিষদের ১০ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্র-ছাত্রীদের দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আমবাসা পুর পরিষদের ১০ নং ওয়ার্ডে অবস্থিত চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এন এস এস ইউনিটের ছাত্র-ছাত্রীরা রাস্তা সংস্কারের কাজে হাত দেয়।

রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধার সম্মুখীন হত। রাস্তায় খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হতো ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীরা। কিছুদিন আগে একজন ছাত্রী স্কুলে আসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে, মাথায় আঘাত পায়। তাছাড়াও প্রায় সময় দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষদের। বহুবার বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে দপ্তরে জানিয়ে ও রাস্তা সারাইয়ের উদ্যোগ নেয়নি কেউ। যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী ছিল। তাই বাধ্য হয়ে চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীরা  আজ রাস্তা সারাইয়ের কাজে হাত দেয়। এম এস এস ইউনিট থেকে রাস্তা সংস্কার করা হয়। এক সাক্ষাৎকারে ছাত্র-ছাত্রীরা জানায়, বহুদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা।

 তাই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এনএসএস ইউনিটের ইনচার্জ শিক্ষক স্বপন নমঃ বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে এবং আসতে অসুবিধায় পড়ে। তিনি আরো জানিয়েছেন এর মাধ্যমে সমাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ হবে এন এস এস ইউনিট। কিন্তু দায়বদ্ধ ছাত্রছাত্রীরা হলেও প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা কতটা দায়বদ্ধ হবে আজকের পর সেটা ভালো বলতে পারবে স্থানীয়রা। কারণ এ ধরনের দৃশ্য হয়তো ভূ-ভারতে নজিরবিহীন। ছাত্র-ছাত্রীরা কতটা অসন্তুষ্ট হয়ে উঠলে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসতে পারে সেটা একবার ভাবতে হয় সচেতন মহলকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!