Saturday, May 17, 2025
বাড়িরাজ্যঅসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঘর ভেঙে গুঁড়িয়ে দিল এলাকাবাসী

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঘর ভেঙে গুঁড়িয়ে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঘর ভেঙে গুঁড়িয়ে দিল এলাকাবাসী। ঘটনা শুক্রবার রাতে পশ্চিম গনকী গ্রাম পঞ্চায়েতের চরগনকী এলাকায়। ধৃত দুজনের মধ্যে একজন হল শাকিল মিয়া বাড়ি উত্তর দুর্গানগর, অপরজন হল বাড়ির মালিক লিটন দেব রায়। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

সাম্প্রতিক কালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। বেশ কিছুদিন ধরে এলাকাবাসী বিষয়টি প্রত্যক্ষ করে অবশেষে এলাকাবাসীর হাতে ধরা পড়ে নাবালিকা সহ শাকিল ও লিটন। পরে তার বাড়িতে এলাকাবাসী চড়াও হয়। বাড়ি ঘর ভাঙচুর করে এবং পুলিশ ডেকে তাদের তিনজনকে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকার যুবক যুবতীদের এনে লিটন তার বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে লিটনকে বেশ কয়েকবার সতর্ক করা হলেও সে এলাকাবাসীর কথা কর্ণপাত করেনি। নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার কুপ্রভাব এসে পড়ছে এলাকার যুবক-যুবতীদের মধ্যে। শেষমেষ বাধ্য হয়ে এলাকাবাসী তাদের আটক করে। অভিযুক্ত লিটন দেব রায়ের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!