Tuesday, May 20, 2025
বাড়িরাজ্যনারীদের সম্মান করতে পারলে ও আত্মনির্ভর করতে পারলেই দেশ এগিয়ে যাবে :...

নারীদের সম্মান করতে পারলে ও আত্মনির্ভর করতে পারলেই দেশ এগিয়ে যাবে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পক্ষ থেকে রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। রাজধানীর এডভাইজার চৌমুহনীস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাশ্বতী দেববর্মা, কর্পোরেটর শিখা ব্যানার্জি, ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সহ-সভানেত্রী লতিকা দেববর্মা, সম্পাদিকা রিতা রায় সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এইদিন দীপক মজুমদারের হাতে পুস্প স্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দিয়ে দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন নারী শিক্ষা ও নারীদের আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করে গেছেন অনুরুপা মুখার্জী। প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছেন। রাজ্য সরকারও নারীদের সুরক্ষা এবং আত্ম নির্ভর করে তোলার জন্য চেষ্টা করে চলেছে। নারীদের সম্মান করতে পারলে আর আত্মনির্ভর করতে পারলেই দেশ এগিয়ে যাবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!