Monday, May 19, 2025
বাড়িরাজ্যত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিলেন যীষ্ণু

ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিলেন যীষ্ণু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে নিযুক্তি পাওয়ার পর বুধবার উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান সস্ত্রীক যীষ্ণু দেববর্মা। মাতার বাড়িতে গিয়ে রীতি মেনে মায়ের পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।

সাথে ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। মাতার বাড়িতে পূজা দেওয়ার পর যীষ্ণু দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রথমবারের মতো তিনি ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যপাল হয়েছেন। এইটা ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয়। একটা সময় দেশের মানুষ ত্রিপুরার বিষয়ে জানত না। ত্রিপুরা কোথায় সেটাও জানত না। বর্তমানে ত্রিপুরা রাজ্যকে সবাই চিনে গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!