Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যশিক্ষকের স্ত্রীর মৃতদেহ উদ্ধার বিয়ের নয় মাসের মাথায়

শিক্ষকের স্ত্রীর মৃতদেহ উদ্ধার বিয়ের নয় মাসের মাথায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই :বিয়ের নয় মাসের মাথায় নিজ ঘর থেকে উদ্ধার হল এক শিক্ষকের স্ত্রীর মৃতদেহ। মৃত গৃহবধূর নাম কাজলী দেব। ঘটনার বিবরণে জানা যায় কাজলী দেবের স্বামী বিশ্ব দাস নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক। বৃহস্পতিবার বিশ্ব দাস এবং তার ছোট ভাই বিপ্র দাসের মধ্যে কথা কাটাকাটি হয়।

 তাদের বাবা বীরেন্দ্র দাস এই নিয়ে বিশ্ব দাসের স্ত্রী কাজলি দাসকে বকা দেয়। এই ঘটনার পর অভিমানে নিজ ঘরে গভীর রাতে ফাঁসিতে আত্মহত্যা করে কাজলি দেব। কাজলি দেব-এর স্বামী ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার করলে ছুটে আসে পরিবারের সকলে। সকলে মিলে কাজলি দেবকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর কাজলি দেবকে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে কাজলি দেব-এর। জানতে পেরেছেন কাজলি দেব নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!