Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যনিরাপত্তাহীনতার কারণে পঞ্চায়েত নির্বাচনে ৭০ ভাগ বিরোধী দলের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন:...

নিরাপত্তাহীনতার কারণে পঞ্চায়েত নির্বাচনে ৭০ ভাগ বিরোধী দলের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন: পবিত্র কর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের আগের দিন দুজন গো পরিবহনকারী শ্রমিককে খুন করে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা। এমনটাই অভিযোগ তুলে বুধবার সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। দাবি জানানো হয় এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য।

মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে এদিন বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। পবিত্র কর বলেন, ছত্রিশ গড়ে দুজন গো পরিবহনকারী শ্রমিককে খুন করে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা। এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে গাড়ি চালানো হচ্ছে এর বিরুদ্ধে কঠোর আইন পার্লামেন্টে আনতে হবে। এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, মঙ্গলবার দলের প্রয়াত প্রার্থী বাদল শীলের বাড়িতে গিয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল।

সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে প্রয়াত প্রার্থীর কন্যার পড়াশোনার খরচ বহন করবে। পাশাপাশি জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সাথে দেখা করে বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টের নির্দেশ পুলিশ যাতে সঠিকভাবে পালন করে। কারণ নিরাপত্তাহীনতার কারণে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ৭০ ভাগ বিরোধী দলের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এটা বিজেপির ১০০ ভাগ জয়ের নিশ্চয়তা। এই নির্বাচন প্রহসনে পরিণত করতে চাইছে বলে দাবি করেন পবিত্র কর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য