Sunday, May 25, 2025
বাড়িরাজ্যপুর নিগমের ওয়ার্ড সেক্রেটারিদের কর্মশালা

পুর নিগমের ওয়ার্ড সেক্রেটারিদের কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে নব নিযুক্ত ১৭ জন ওয়ার্ড সেক্রেটারিকে নিয়ে শুরু হল ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সুচনা করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পূর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশা ব্যক্ত করেন নব নিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিরা সংশ্লিষ্ট ওয়ার্ডের সমস্যা গুলির বিষয়ে অবগত হয়ে ওয়ার্ডের কর্পোরেটরের সাথে আলোচনা করে সমস্যা নিরসনে কাজ করবেন। এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যেন ওয়ার্ডের নাগরিকরা পায় সেই দিকে লক্ষ্য রাখবেন নব নিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!