Sunday, May 25, 2025
বাড়িরাজ্যকংগ্রেসের মনোনয়ন পত্র দাখিল

কংগ্রেসের মনোনয়ন পত্র দাখিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনের জন্য কংগ্রেস মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয়। এইদিন কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংগঠিত করে কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

 মিছিল শেষ হওয়ার পর কংগ্রেস মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস মনোনীত প্রার্থীরা সোমবার রাজ্য জুড়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছে। গোমতী জেলার মনোনয়ন পত্র গত শুক্রবার জমা দেওয়া হয়েছে। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্ত করছে শাসক দল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!