Wednesday, July 9, 2025
বাড়িরাজ্যসন্ত্রাসের অভিযোগ নিয়ে পুলিশের মহানির্দেশকের কাছে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

সন্ত্রাসের অভিযোগ নিয়ে পুলিশের মহানির্দেশকের কাছে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে সন্ত্রাস। জায়গায় জায়গায় হামলা চালানো হচ্ছে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপর। ভাংচুর করা হচ্ছে বিরোধী দলের পার্টি অফিস। এই সকল ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশান প্রদান করল কংগ্রেস দল।

এইদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর ধর্মনগরে কংগ্রেস নেত্রী গৌরি বিশ্বাসকে হুমকি দেওয়া হয়। তিনি থানায় মামলা দায়ের করেন। তারপর শুক্রবার ওনার বাড়িতে হামলা চালানো হয়। বিশালগড়ে কংগ্রেস দলের কার্যালয় ভাংচুর করা হয়েছে। বিশালগড়ে এক কংগ্রেস কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এলাকার বিধায়কের ইন্দনে। দমকল বাহিনীর কর্মীদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয় নি। কংগ্রেস দলের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।

তাই রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি জানানো হয়েছে অবিলম্বে এই সকল ঘটনা বন্ধ করার জন্য। পুলিশ যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা আগামিদিনে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে ধর্নায় বসবে বলেও হুমকি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!