Saturday, May 24, 2025
বাড়িরাজ্যরৌপ্য জয়শ্রী অ্যালেক্সের উদ্বোধন করলেন রাজ্যপাল

রৌপ্য জয়শ্রী অ্যালেক্সের উদ্বোধন করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : সোমবার ডন বস্কো স্কুলে আগরতলার রৌপ্য জয়শ্রী অ্যালেক্সের উদ্বোধন হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাত ধরে রৌপ্য জয়শ্রী অ্যালেক্সের উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফাদার সেবাস্তিয়ান পালাটি, সহ-অধ্যক্ষ ফাদার দীনেশ নারজারি। এদিন আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলন শেষে রাজ্যপাল বক্তব্য রাখতে গিয়ে ডন বস্কো স্কুলগুলির শিক্ষাগত দিকের প্রশংসা করেন। শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যপাল তুলে ধরেন।

ছাত্র-ছাত্রীদের ভালো করে শিক্ষা পরিষেবা দেওয়ার জন্য পরিচালনকারীদের প্রতি আহ্বান জানান। অ্যালেক্সের সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে এল.ই.ডি ইন্টারেক্টিভ বোর্ড সহ শ্রেণিকক্ষ, খেলার ঘর, একটি হল, একটি অসুস্থদের ঘর, সহায়ক কর্মীদের জন্য একটি পৃথক ঘর, শিশু-বান্ধব বিশ্রামাগার, চতুর্থ তলা জুড়ে একটি লিফট এবং ৫০ ধারণ ক্ষমতার একটি কম্পিউটার ল্যাব। নতুন ব্লকের কাজ ২০২২ সালের ২রা মে শুরু হয়েছিল, ১৯৯৭ সালে ২৫২ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত ডন বস্কো স্কুলে এখন নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৩৮০ জন ছেলে ও মেয়ে এবং ১৫২ জন কর্মী রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!