Monday, May 19, 2025
বাড়িখেলাব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলায় তৃপ্ত কলম্বিয়া কোচ

ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলায় তৃপ্ত কলম্বিয়া কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ জুলাই:  কলম্বিয়ার উড়ন্ত যাত্রার ডানায় যুক্ত হয়েছে নতুন একটি পালক। তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ব্রাজিলকে ‘রুখে দিয়ে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। অজেয় পারফরম্যান্সে এগিয়ে যাওয়ার ছাপ দেখে তৃপ্ত কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো।ক্যালিফোর্নিয়ায় ‘ডি’ গ্রুপে ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারেনি কলম্বিয়া। বুধবার সকালে ১২তম মিনিটে গোল হজমের পর প্রথমার্ধেই সেটি শোধ করে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এতে নিশ্চিত হয়ে যায় গ্রুপের শীর্ষস্থানও।

এমনিতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে সবশেষ ২৫ ম্যাচ ধরে অপরাজিত ছিল কলম্বিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে এই অজেয় যাত্রায় গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে লরেন্সো।তবু কোপা আমেরিকার ম্যাচে দলের পারফরম্যান্সের কারণেই বাড়তি তৃপ্তি পাচ্ছেন কলম্বিয়া কোচ। ম্যাচ শেষে ফলের দিকে না তাকিয়ে দলের খেলার উন্নতির কথাই বললেন লরেন্সো।

“আমরা জানি দল হিসেবে ভালো অবস্থায় আছি এবং এগিয়ে যাচ্ছি। তবে এটি সহজ নয়। ব্রাজিলে অসাধারণ খেলোয়াড়রা আছে। তারা খুব ভালো খেলে। তাদেরকে এক সেকেন্ডের জন্যও অবহেলা করা যাবে না। আমার মতে, আমরা দুর্দান্ত ম্যাচ খেলেছি।”“আমরা জিতিনি। তবে ফল যা-ই হোক না কেন, আমার অনুভূতি একই থাকত। আমি সন্তুষ্ট কারণ দল আজকে মাঠে আরেকটু বেশি দিয়ে খেলেছে। ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলা খুব কঠিন ছিল। এখন আমরা পানামাকে নিয়ে চিন্তা করব।”ম্যাচে বলের নিয়ন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও বাকি সবকিছুতেই দাপট দেখায় কলম্বিয়া। গোলের জন্য পুরো ম্যাচে ১৩টি শট করে তারা। লক্ষ্যে থাকে ৬টি। বিপরীতে ৭ শট করে ৩টি লক্ষ্য রাখতে পারে ব্রাজিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!