Sunday, May 25, 2025
বাড়িরাজ্য১২ কোটি ৫০ লক্ষ টাকার হেরোইন সহ পাঁচ পাচারকারীকে আটক

১২ কোটি ৫০ লক্ষ টাকার হেরোইন সহ পাঁচ পাচারকারীকে আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : আসামের কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। এবার ১২ কোটি ৫০ লক্ষ টাকার হেরোইন সহ পাঁচ পাচারকারীকে আটক করতে সক্ষম হলো কাছাড় জেলা পুলিশ। জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে শালচাপড়া, কাটিগড়া, ডিগড়খাল, হিলারা অঞ্চল এলাকা থেকে পাঁচজন ড্রাগস্ ব্যবসায়ী কাছ থেকে এই বৃহৎ পরিমানে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। ধৃতদের  কাছ থেকে ২০০ টি সাবানের বাক্সে ২ কেজি ৪৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আটক করা হয় আফজল হুসেন, আক্তার হুসেন, রাম মূয়াং, আরবিল কুমার, মঙ্গলালি নামের পাঁচ পাচারকারীকে। আটককৃত হেরোইনের কালো বাজারি মূল্য প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার। সাথে দুইটি গাড়িও আটক করেছে পুলিশ। আটককৃত ড্রাগস্ ব্যবসায়ীদের থানায় আটকে রেখে জোড় জিজ্ঞাসা চালানো হচ্ছে।স্হানীয় ও পুলিশ সুত্রে খবর বহিরাজ্য থেকে হেরোইন গুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কাছার জেলায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!