Sunday, May 18, 2025
বাড়িরাজ্যমথার ডেপুটেশন নির্বাচন কমিশনে

মথার ডেপুটেশন নির্বাচন কমিশনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : বৃহস্পতিবার তিপ্রা মথা দলের পক্ষ থেকে তিন সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে। তিপ্রা মথা দলের প্রতিনিধি দলে ছিলেন দলের নেতৃত্ব বিজয় কুমার রাঙ্খল, মেবার কুমার জমাতিয়া ও রাজেশ্বর দেববর্মা।

 রাজ্যের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করার পর নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বিজয় কুমার রাঙ্খল জানান এডিসি-র দুইটি আসনে উপ নির্বাচন হয় নি। সেই বিষয়ে নির্বাচন কমিশনারকে অবগত করা হয়েছে। সহসাই নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের জানিয়েছেন আগস্ট মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করা হবে। পঞ্চায়েত নির্বাচনের চার মাস পর অন্য কোন নির্বাচন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!