স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : আগরতলা পুর নিগমের ৮ নং ওয়ার্ডের নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নিত করা হল। বৃহস্পতিবার ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে বিদ্যালয়টিকে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নিত করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ১৯৫৫ সালে নোয়াগাঁও কৃষ্ণনগর বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল।
পরবর্তী সময় ১৯৮৮ সালে বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে উন্নিত করা হয়। বর্তমান রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে। যাতে আগামী দিনের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সেই মোতাবেক বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৮ নং ওয়ার্ডের নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এক সাক্ষাৎকারে দীপক মজুমদার জানান পূর্বে এই নোয়াগাঁও কৃষ্ণনগর বিদ্যালয়ে মাধ্যমিক স্তর পর্যন্ত ছিল। বর্তমানে এই বিদ্যালয়টি উচ্চমাধ্যমিকে উন্নীত হওয়ায় এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পঠন পাঠনের জন্য অন্য কোন স্কুলে যেতে হবে না। এই বিদ্যালয়েই ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করতে পারবে। এই বিদ্যালয়কে উচ্চমাধ্যমিকে উন্নীত করার জন্য বিধায়ক দীপক মজুমদার রাজ্যের শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানান। এইদিনের অনুষ্ঠানে পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের কর্পোরেটর প্রদিপ চন্দ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।