স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : বাংলাদেশের সাথে বরাবরই ত্রিপুরার সাথে ভালো সম্পর্ক রয়েছে। বিশেষ করে মুক্তি যুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সুমধুর সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে। কয়েকদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যের কুইন আনারস উপহার স্বরূপ প্রেরন করেন। আখাউরা চেক পোস্ট দিয়ে এই আনারস প্রেরন করা হয় বাংলাদেশে।
এইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য উপহার স্বরূপ আম প্রেরন করেন। বৃহস্পতিবার আখাউরা চেক পোস্টে বাংলাদেশের আধিকারিকরা এই আম রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের প্রথম সচিব মোহম্মদ রেজাউল হক চৌধুরী। তিনি জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত আম হাড়ি ভাঙ্গা আম, বাংলাদেশের জাতীয় মাস ইলিশ ও রসগোল্লা প্রেরন করেছেন। তিনি আরও জানান মুক্তি যুদ্ধের আগে থেকে ত্রিপুরার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে। সেই সুসম্পর্ক এখনো বজায় রয়েছে। জানা যায় এইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৪০০ কেজি আম, ৫০ কেজি ইলিশ মাছ, ৫০ কেজি রসগোল্লা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্য।