Saturday, May 24, 2025
বাড়িরাজ্যজমি সংক্রান্ত পরচার সমস্যা সমাধান করতে জেলা শাসকের বিশেষ উদ্যোগ

জমি সংক্রান্ত পরচার সমস্যা সমাধান করতে জেলা শাসকের বিশেষ উদ্যোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুন : মানুষ জমি ক্রয় করার সময় যখন পরচা বের করে তখন কিছু ত্রুটি হয়। সে ত্রুটির সমাধানের জন্য মামলা করে। এগুলো দ্রুত নিষ্পত্তি করতে এবার উদ্যোগ নিয়েছে পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি জানান, জমি সংক্রান্ত পরচা বের করার সময় কিছু ত্রুটির কারণে মামলা হয়। এই মামলা গুলি আগামী তিন, চার মাসের মধ্যে শেষ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর জন্য প্রত্যেক শনিবার ও রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে জেলা শাসকের আদালত বসবে। যাদের পরচা সংক্রান্ত সমস্যা রয়েছে তারা জেলা শাসকের কোর্টে সমস্যার সমাধানের জন্য যেতে পারবে। জেলা শাসক ডঃ বিশাল কুমার জানিয়েছেন বর্তমানে প্রায় তিন হাজার রাজস্ব সংক্রান্ত মামলা  রয়েছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ রাজস্ব আদালতের আয়োজন করা হয়েছে। এই বিশেষ রাজস্ব আদালতে শনিবার সর্বমোট ৪০ টি মামলা ছিল। এর মধ্যে ৩০ টি নিস্পত্তি হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার। তিনি আরো জানিয়েছেন, এই বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় তাহলে মানুষ উপকৃত হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!