Saturday, May 24, 2025
বাড়িরাজ্যবেহাল রাস্তা সংস্কারের দাবি কর্ণপাত করছে না এলাকার জনপ্রতিনিধি

বেহাল রাস্তা সংস্কারের দাবি কর্ণপাত করছে না এলাকার জনপ্রতিনিধি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : দীর্ঘ ৪ বছর ধরে বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মণ্ডল পাড়া থেকে সবুজ সংঘ যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। রাস্তার পাশে দেওয়াল না থাকার কারণে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবি সহ সাইড দেওয়াল নির্মাণের দাবি করছে।

গ্রামবাসীর বক্তব্য, একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, মেম্বার সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, বিশেষ করে প্রতিদিন এলাকায় ঘটছে ছোটখাটো যান দুর্ঘটনা। আহত হচ্ছে পথচারীরা। এমনকি এলাকায় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। এর সমাধানের জন্য জনপ্রতিনিধিদের অবগত করা হলে তারা শুধুমাত্র অশ্বাস দিয়ে চলেছে। আবার তারা আরো জানায়, রাস্তাটি ইটের সলিং ছিল। কিন্তু তার উপর আবার মাটি ফেলে রাস্তাটির অবস্থা আরো বেশি বেহাল করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা হতাশাগ্রস্ত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে।  যাইহোক গ্রামবাসীর মধ্যে জনপ্রতিনিধিদের ভূমিকায় ব্যাপক ক্ষোভের সঞ্চারও হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!