Saturday, August 16, 2025
বাড়িখেলাদি মারিয়ার গোলে একুয়েডরকে হারাল আর্জেন্টিনা

দি মারিয়ার গোলে একুয়েডরকে হারাল আর্জেন্টিনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ জুন: যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল।সোমবার ভোর পাঁচটায় শুরু হওয়া ম্যাচে স্কোর লাইন যা বলছে এর চেয়ে সহজ জয়ই পেয়েছে আর্জেন্টিনা। ক্রিস্তিয়ানো রোমেরোর বাড়ানো থ্রু বল ধরে ৪০তম মিনিটে জাল খুঁজে নেন দি মারিয়া। আক্রমণাত্মক ফুটবলে একুয়েডরকে বেশ চাপে রাখলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।৫৬তম মিনিটে বদলি নামেন মেসি। হ্যামস্ট্রিং চোটে গত মার্চে দেশের হয়ে সবশেষ দুটি ম্যাচে ছিলেন না এই মহাতারকা। তাকে ছাড়াই এল সালভাদর ও কোস্টা রিকাকে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।আগামী শনিবার সকালে গুয়াতেমালার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের কোপা আমেরিকা। উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসি-দি মারিয়াদের অভিযান। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!