Sunday, May 18, 2025
বাড়িরাজ্যজয়ী হয়ে রামনগরবাসীকে শুভেচ্ছা জানালেন দীপক মজুমদার,  আঙ্গুল তুললেন রতন দাস

জয়ী হয়ে রামনগরবাসীকে শুভেচ্ছা জানালেন দীপক মজুমদার,  আঙ্গুল তুললেন রতন দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : রেকর্ড ভোটে জয়ী হলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সকাল থেকে ধারাবাহিকভাবে প্রতি রাউন্ডে এগিয়ে ছিলেন তিনি। দুপুর বেলা ফলাফল চূড়ান্ত হয়। নির্বাচন দপ্তরের পক্ষ থেকে তিনি জয়ী বলে ঘোষণা করেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রামনগরের রেকর্ড ভোটে জয়যুক্ত হয়েছে তিনি। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগমের উন্নয়নমূলক কাজে মানুষ খুশি। মানুষ সে নিরিখে তাঁকে কাজ করার সুযোগ দিয়েছে।

এবং এর জন্য তিনি রামনগর বাসীর কাছে কৃতজ্ঞ। রামনগরের উন্নয়নের স্বার্থে তিনি কাজ করবেন বলে জানান সংবাদ মাধ্যমকে। এদিকে এলাকার জয়ী দীপক মজুমদারের দিকে আঙ্গুল তুলেন বিজিতা প্রার্থী রতন দাস। তিনি বলেন, ভোটের দিন দুপুর ১২ টার পর স্পষ্ট হয়ে গিয়েছিল ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট করবে বিজেপি। নির্বাচন কমিশন এই ভোট করবে না। বক্সনগর এবং ধনপুরের ধাচেই এই ভোট হয়েছে। ক্যাডার ছাপ্পা হয়েছে। হাজার হাজার ভোটার ভোট দিতে পারেনি। এই কারণে পুনঃ ভোট চেয়েছিল সি.পি.আই.এম। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও সি.পি.আই.এম দেখা করেছিল এই বিষয়টি নিয়ে। রিটার্নিং অফিসার কেউ জানানো হয়েছিল। কিন্তু রাজ্যের নির্বাচন দপ্তর সিপিআইএমের এই অভিযোগকে কর্ণপাত করেনি। ভোটের গণনা কেন্দ্রেও এর প্রভাব পড়েছে। তিনি আরো বলেন, হুমকির মুখে দাঁড়িয়ে যারাই ভোট দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!