Sunday, May 25, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ অফিসে তালা দিয়ে বিক্ষোভের শামিল হল গ্রামবাসী

বিদ্যুৎ অফিসে তালা দিয়ে বিক্ষোভের শামিল হল গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : বিশালগড় মুড়াবাড়ি এলাকা দীর্ঘ পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। অবশেষে বিদ্যুতের দাবিতে বাধ্য হয়ে অফিসটিলা বিদ্যুৎ অফিসের তালা ঝুলিয়ে আন্দোলনে সংগঠিত করল ক্ষুদ্ধ গ্রাহকরা। গ্রামবাসীর দাবি আজকের মধ্যে এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এদিকে বিদ্যুৎ অফিসে ক্ষুব্ধ গ্রাহকরা যাওয়ার পর অফিসে কোনরকম আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি।

 এমনকি ঘড়ির কাঁটায় একটা বাজার পরও দেখা নেই এস ডি ও -র। ক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলার মত কোন কর্মী নেয়। জানা যায় সারা রাজ্যের সাথে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকায় দীর্ঘ পাঁচ দিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকার আট শতাধিক পরিবার অফিসটিলা পালপাড়া এলাকায় ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন। এলাকাবাসী জানান, গত ১০ দিন ধরে তারা এলাকায় বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছে। ট্রান্সফর্মার নষ্ট হওয়ার পর এলাকা থেকে পুরনো ১০০ ওয়াটের ট্রান্সফরমার নিয়ে ৬৩ ওয়ার্ডের ট্রান্সফর্মার বসিয়ে দেয়। তারপর থেকে বিদ্যুতের যন্ত্রণা বেড়েছে এলাকাবাসীর। এ বিষয়ে এসডিও -কে অবগত করা হয়েছিল। তিনি আশ্বস্ত করেছিলেন ১০০ ওয়াটের ট্রান্সফর্মার বসানো হবে এলাকায়। তিন দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো বসানো হয়নি ট্রান্সফরমার। যার কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। তাই শেষ পর্যন্ত তারা বিদ্যুৎ যন্ত্রণা লাঘব করার দাবিতে ট্রান্সফরমার পাল্টে দেওয়ার জন্য আজকে বিদ্যুৎ অফিসে এসেছিল। কিন্তু কোন কর্মীকে না পেয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে বিদ্যুৎ অফিস তালা দিয়েছে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!