Friday, March 14, 2025
বাড়িরাজ্যচিনির গোডাউন সিল করে দিল প্রশাসন

চিনির গোডাউন সিল করে দিল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : মঙ্গলবার সকাল দশটা নাগাদ আচমকা চিনি মজুত করার বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন আরক্ষা প্রশাসন, খাদ্য দপ্তর , অগ্নি নির্বাপক দপ্তর, কর দপ্তর, ওজন পরিমাপক দপ্তর, খাদ্য সুরক্ষা ও জনসংভরন দপ্তর, জিএসটি দপ্তর, ভেহিক্যাল দপ্তর, বিএসএফ ও সিআরপিএফ সহ বিলোনিয়া পুর পরিষদের কর্মীরা।

বিলোনিয়া থানা সংলগ্ন মিলন পালের বাড়ির গোডাউন সিল করে দেয় প্রশাসন। গোডাইনের ভিতরে কিছু লবনের বস্তা সহ কিছু খোলা চিনি পাওয়া যায়। পাশাপাশি গোডাউনের অপরিস্কার অপরিচ্ছন্ন, গোডাউনের পরিকাঠামোর অভাবের কারণে সিল করে দেওয়া হয়। অভিযানের পর বিলোনিয়া মহাকুমার অতিরিক্ত মহকুমা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রচুর পরিমাণে চিনির ব্যাবসা হচ্ছে, তদন্ত করা হচ্ছে এই চিনি ব্যাবসা কিভাবে করছে। নাকি বাংলা দেশে পাচার হচ্ছে। এছাড়া আরো বলেন শুধু মাত্র জিএসটি ছাড়া আর কোন কাগজপত্র দেখাতে পারে নি মিলন পাল। এমনকি বাড়ির মধ্যে চিনির গোডাউন খুলে ব্যবসা করছে। যা আইনত অপরাধ। তাই সিল করে দেওয়া হয়েছে গোডাউন। তবে বিলোনিয়া চিনি পাচারের করিডোর হয়ে উঠেছে। বিভিন্ন সময় নানা অভিযোগ পেয়ে প্রশাসনিক পক্ষ থেকে এদিন এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!