Thursday, May 22, 2025
বাড়িরাজ্যনিখোঁজ গৃহবধূ, থানায় নিখোঁজ ডায়েরি করল স্বামী

নিখোঁজ গৃহবধূ, থানায় নিখোঁজ ডায়েরি করল স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে :  গৃহবধূ নিজ কন্যা সন্তানকে বাপের বাড়িতে রেখে গত ১৬ মে থেকে নিখোঁজ হয়ে আছে। সে ব্লকে ইন্টারভিউ ‘র কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। মহিলার নাম সুনিয়া সিনহা।

 আজ থেকে এগারো বছর পূর্বে কমলপুর গোয়ালমাড়া গ্রামের সমীরণ সিনহা ‘র সাথে বিবাহ হয়। তাদের নয় বছরের এক কন্যা সন্তান রয়েছে। মহিলার বাপের বাড়ি কৈলাশহর জারণতলি। সেখানেই গত ১২ মে মেয়েকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলো। কিন্তু গত ১৬ মে সে মেয়েকে বাপের বাড়ি রেখে নিখোঁজ হয়ে যায়। মহিলার কোনো খোঁজ পায়নি তার স্বামী সমীরণ। সে ১৯ মে কমলপুর থানায় নিখোঁজ ডাইরি করে বলে জানান স্বামী সমীরণ সিনহা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!