Friday, December 27, 2024
বাড়িখেলাভিনিসিয়ুস বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন: রিভালদো

ভিনিসিয়ুস বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন: রিভালদো

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ মে:  বড় মঞ্চে ভিনিসিয়ুস জুনিয়র বরাবরই দুর্দান্ত। দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠাকে যেন রুটিনে পরিণত করেছেন এ ব্রাজিলিয়ান। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২–২ ব্যবধানে ড্র ম্যাচে করেছেন জোড়া গোল। এ নিয়ে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করেছেন ভিনি।২০২২–২৩ মৌসুমে লিভারপুলকে হারিয়ে শিরোপা জেতার পথে ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি এসেছিল এই উইঙ্গারের কাছ থেকে। এখন ভিনির সামনে সুযোগ রিয়ালকে আরেকটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে নিজেকে আরও ওপরে তোলার। পাশাপাশি আছে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের হাতছানি। রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতলে ভিনিসিয়ুসের হাতে ব্যালন ডি’অর দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিকে এই মুহূর্তে বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন বলে মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী সাবেক এ ফুটবলার।

চলতি মৌসুমটা দারুণ কাটছে ভিনিসিয়ুসের। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে গোল করেছেন ২১টি, আছে ১১টি গোলে সহায়তাও। তবে গোলে অবদান রাখা ছাড়াও গুরুত্বপূর্ণ সময়ে ভিনি অসামান্য প্রভাব রেখেছেন। বায়ার্নের বিপক্ষে ম্যাচের কথা তো আগেই বলা হয়েছে। এর আগে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের ৩–৩ গোলে ড্র হওয়া ম্যাচেও দুই গোলে সহায়তা করেছিলেন এই ব্রাজিলিয়ান। ভিনির ব্যক্তিগত নৈপুণ্য রিয়ালের সামগ্রিক পারফরম্যান্সকেও দারুণভাবে প্রভাবিত করেছে। এরই মধ্যে লা লিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালও এখন হাত–ছোঁয়া দূরত্বে।

রিয়ালে ভিনির পারফরম্যান্সকে মূল্যায়ন করে ‘বেটফেয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে রিভালদো বলেছেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে দুই গোল করেছে। আমার এই স্বদেশি এখন ইউরোপের অসাধারণ এক ফুটবলার।’ভিনির ব্যালন ডি’অর জেতার সামর্থ্য নিয়ে রিভালদো বলেছেন, ‘এ মৌসুমে সে তার দলের সেরা খেলোয়াড়দের একজন। তার মধ্যে বেশ ক্ষুধা দেখেছি। দলটিও তার খেলার ধরনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জেতে, তবে সে ব্যালন ডি’অর জেতার দাবিদার। এখন সে চ্যাম্পিয়ন না হয়েও বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন। আগামী সপ্তাহে রিয়াল যদি বায়ার্নের বাধা পেরিয়ে যায় এবং চ্যাম্পিয়নস লিগ জিতে নেয় তবে ভিনির মৌসুম সেরা খেলোয়াড় হওয়ার দারুণ সুযোগ আছে।’ক্লাবের পাশাপাশি ভিনির এবার সুযোগ আছে ব্রাজিল জাতীয় দলকেও সাফল্যে ফেরানোর। আগামী জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় কোচ দরিভাল জুনিয়রের অন্যতম তুরুপের তাস হবেন ভিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য