Sunday, March 16, 2025
বাড়িরাজ্যদিব্যাঙ্গজন স্কুল পরিদর্শনে গেলেন রাজ্যপাল

দিব্যাঙ্গজন স্কুল পরিদর্শনে গেলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : বুধবার নরসিংগড় স্থিত দিব্যাঙ্গজন স্কুল পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরিদর্শনে গিয়ে রাজ্যপাল দিব্যাঙ্গজনদের সাথে কথা বলেন। তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ অন্যান্য সুযোগ-সুবিধা সঠিকভাবে মিলছে কিনা সে বিষয়টিও তিনি খতিয়ে দেখেন। পরে স্কুল পরিদর্শনের করে এক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্যপাল এদিন বক্তব্য রেখে বলেন, সরকার যেসব প্রকল্প দিব্যাঙ্গজনদের জন্য নিয়ে আসছে সেগুলি যাতে তাদের মধ্যে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকেই গুরুত্ব দিতে হবে। তাহলে তাদের বিকাশ সঠিকভাবে হবে। দিব্যাঙ্গজনদের সঠিকভাবে উন্নয়নের জন্য তাদের পাশে আছেন বলে আশ্বস্ত করেন রাজ্যপাল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!