Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিজেপি -কে পরাস্ত করার আহ্বান নারী সমিতির

বিজেপি -কে পরাস্ত করার আহ্বান নারী সমিতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল :  গত ১০ বছর ধরে দেশে এক বিশ্বাসঘাতক সরকার শাসন করেছে। আর.এস.এস পরিচালিত এ সরকারের মূল উদ্দেশ্য হলো কর্পোরেট মালিক ও পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা। কিন্তু এ সরকারের শাসন ব্যবস্থায় দেশের নারীরা চরমভাবে আক্রান্ত। অপরদিকে বেকার সমস্যা চূড়ান্ত আকার ধারণ করেছে। রাষ্ট্রসংঘ বলছে ভারতবর্ষের বেকার সমস্যা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রয়াত্ব সংস্থা থেকে কাজ হারাচ্ছে শ্রমিকরা। শুধু তাই নয় পুলিশ সহ বিভিন্ন দপ্তরকে রাজনৈতিক বেড়াজালে ফেলছে বিজেপি সরকার। তাই এ নির্বাচন দেশবাসীর কাছে চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে। এবং নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে ইশতেহার প্রকাশ করেছে তাতে সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকার। তাই বিজেপি -কে পরাস্ত করার আহ্বান জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেতৃত্ব রমা দাস। তিনি নারী সমিতির কার্যালয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি সরকারকে পরাস্ত করার আহ্বান করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য