স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ মার্চ: রাশিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেইনে চলমান সংঘাত ইউরোপে পুরোমাত্রায় ছড়িয়ে পড়তে পারে। মস্কোর সেনাবাহিনীর নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা ‘গুরুতরভাবে’ বাড়ছে বলেও জানান তিনি।রাশিয়ার সেনাবাহিনীর ‘মিলিটারি একডেমি অব জেনারেল স্টাফের’ প্রধান কর্নেল-জেনারেল ভ্লাদিমির জারুদনিৎস্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ‘মিলিটারি থট’-এ এক নিবন্ধে একথা বলেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে রাষ্ট্রীয় আরআইএ বার্তাসংস্থা।
জারুদনিৎস্কির উদ্ধৃতি দিয়ে আরআইএ জানায়, “ইউক্রেইনের সংঘাত ইউরোপে পুরোমাত্রায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করা যায় না।“আমাদের রাষ্ট্রের জন্য বড় হুমকি হল যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের রুশ-বিরোধী নীতি। রাশিয়াকে যতরকমভাবে সম্ভব দুর্বল করা, স্বার্বভৌমত্বকে সীমিত করা এবং আঞ্চলিক অখণ্ডতা নস্যাৎ করতে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ পরিচালনা করছে।”“আমাদের রাষ্ট্রের উদ্দেশ্যমূলকভাবে নতুন সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনাও তাই উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।”যুক্তরাষ্ট্র-সমর্থিত ইউক্রেইন নেতৃবৃন্দর বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে হাজার হাজার সেনা পাঠিয়ে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেন।