স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি। টানা দু’বছর বছর ধরে নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) ‘জিটি সোফি’-কে একটি রেসিং গেইম খেলতে শিখিয়েছে সনি। ভিডিও গেইমে এবার পৃথিবীর সেরা গেইমারদের হারাচ্ছে সেই এআই।
দু’বছর ধরে জিটি সোফি’কে ‘গ্র্যান টুরিজমো স্পোর্ট’ গেইমটি খেলতে শিখিয়েছে সনি। গেল বছরের জুলাই মাসে গেইমের ‘টাইম ট্রায়াল’ ধাঁচের রেসগুলোতে মানব গেইমারদের হারানো শুরু করে জিটি সোফি। আর অক্টোবরের মধ্যেই এআইটি পুরোদস্তুর রেসে প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে জেতা শুরু করে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।গাড়ির রেসের পর দাবা ও ওই একই ঘরানার খেলাগুলোতেও জেতা শুরু করেছে জিটি সোফি। অথচ, এতোদিন এই গেইমগুলোকে কেবল মানব বুদ্ধিমত্তার জগৎ হিসেবেই ভেবে এসেছেন বিজ্ঞানীরা। এ ছাড়াও ক্লাসিক আতারি ভিডিও গেইম আর স্টারক্র্যাফটের মতো ‘রিয়াল-টাইম স্ট্র্যাটেজি’ গেইমগুলোতেও জিতছে সনি’র এআই।
হালের ‘এআই’ প্রযুক্তি বলতে এমন একটি কম্পিউটার প্রোগ্রামিং প্রক্রিয়া বোঝায় যেটি সাধারণত ‘নিউরাল নেটওয়ার্ক’ প্রযুক্তি ব্যবহার করে। মানব মস্তিষ্কের কার্যপ্রণালী অনুসরণ করার চেষ্টা করে এই প্রযুক্তি। আর এই প্রযুক্তি খাতে সনি’র অর্জন স্বীকৃতি পেয়েছে মূল ধারার বিজ্ঞান প্রকাশনাতেও, এর মধ্যেই এ সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘নেচার’ জার্নালে।“এআই’টি এমনভাবে গাড়ি চালায় যা আমরা কখনো ভাবতেই পারতাম না।”– জিটি সোফিয়ার গেইম খেলা প্রসঙ্গে বলেছেন ‘এফআইএ গ্র্যান টুরিজমো ২০২০ ওয়ার্ল্ড ফাইনালস’-এ তিনটি চ্যালেঞ্জ জেতা গেইমার তাকুমা মিয়াজোনো। নিজে দেখার পরেই কেবল জিটি সোফির কৌশলগুলো বিশ্বাস করতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।প্রচলিত এআইগুলোর নির্মাতারা সাধারণত ‘ডিপ লার্নিং’ কৌশল অবলম্বন করে শেখান যাতে এআইটি মানুষের মুখ চিনতে শেখে বা স্প্যাম চিহ্নিত করতে পারে। সিনেট জানিয়েছে, জিটি সোফি’র প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে একেবারেই ভিন্ন একটি প্রক্রিয়া।
‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ প্রক্রিয়ায় কাজ শুরু করা এমন একটি এআই নিয়ে যাকে আগে কোনো প্রশিক্ষণই দেওয়া হয়নি এবং কী করতে হবে সেটাও জানে না ওই এআই। মানব গেইমারদের মতোই একই কোর্সে বারবার গাড়ি চালিয়ে রেস করা শেখে এটি। এক পর্যায়ে গেইমে জেতা শিখে যায় জিটি সোফি।তবে রেসিংয়ে অন্য গাড়ির চালকের পথে বাধা না দেওয়া বা ধাক্কা না দেওয়ার মতো অলিখিত নিয়মগুলো এআইকে শেখানো বেশ কঠিন ছিল বলে জানিয়েছেন সনি’র এআই বিভাগের পরিচালক পিটার উরম্যান।“স্পোর্টসম্যানশিপ শেখানো যে কতোটা কঠিন হবে, সেটা আমরা সবাই ছোট করে দেখেছিলাম।”– বলেন তিনি।সিনেট জানিয়েছে, এক হাজার প্লেস্টেশন ৪ কনসোলের সঙ্গে সংযুক্ত কম্পিউটারে বারবার সিমুলেশন চালিয়েছে সনির এআই। এআই’টির প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে হালের সর্বোচ্চ গতির গ্রাফিক্স চিপ। তবে সিমুলেশন চালানোর সময় বাজারে প্রচলিত প্রসেসরের কম্পিউটারই ব্যবহার করেছে এআইটি।