স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে ১১ টি জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ে গেছে। সর্বশেষ পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে শান্তিরবাজার মহকুমায়।মহকুমার লাউগাংসম এডিসি ভিলেজে ৩০ হেক্টর জায়গা নির্ধারন করা হয়েছে। এই এলাকায় ৬৩৩ পরিবারের লোকজনের বসবাসের জন্য সরকারিভাবে ঘর নির্মান করা হবে।
বর্তমান সময়ে সকলে শান্তিরবাজার লাউগাংসম এডিসি ভিলেজে উনাদের জন্য নির্ধারিত করা জায়গায় আসতে শুরু করেছেন। এখন থেকে সকলে সকল প্রকারের সরকারি সহযোগিতা পাবে। শুক্রবার রাতে এই ক্যাম্পে প্রথম পর্যায়ে ৫৪ জন লোক এসেছে। তারা এখানে থেকে সকল প্রকারের কাজগুলো দেখাশুনা করবে। পরবর্তী সময় সকল কাজ সমাপ্তি হলে ৬৩৩ পরিবারের লোকজন এই এলাকায় এসে বসবাস করবে। শুক্রবার রাতে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ৫৪ জনকে আনুষ্ঠানিকভাবে বরন করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক ডক্টর জি শরৎ নায়ক, অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।