স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : ত্রিপুরায় ‘হার্টল্যান্ড ত্রিপুরা’ প্রকল্পের উদ্বোধন হয় বৃহস্পতিবার। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডেলয়েট ইন্ডিয়া এবং NIELIT আগরতলা দ্বারা বাস্তবায়িত এই প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বক্তব্য রেখে বলেন, রাজ্যের ছেলে মেয়েরা অত্যন্ত মেধাবী।
তাদের এই মেধা কাজে লাগানোর জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল রাজ্যে ডেলয়েট ইন্ডিয়া এবং NIELIT আগরতলা দ্বারা বাস্তবায়ন করার। সেই স্বপ্ন পূরণের অংকুর সৃষ্টি হয়েছে আজ। তাই আজকের দিনটা এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
তিনি বলেন, ডেলয়েট দীর্ঘ ১৭৫ বছর পুরনো কোম্পানি। ১৪৫ টি দেশে এই কোম্পানি রয়েছে। রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিন দেশ-বিদেশে কাজ করে ত্রিপুরার সাথে ভারতবর্ষে নাম গর্বিত করবে। পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করবে এবং পরিবারকে রক্ষা করবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন ধীরে ধীরে এই কোম্পানি ত্রিপুরার পর উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মধ্যেও স্থাপিত হবে। তিনি আরো বলেন আগামী জুন মাসের মধ্যে রাজ্যের সাড়ে তিন শতাধিক যুবক-যুবতীকে ত্রিপুরা থেকে এই কোম্পানিতে চাকরি করবে। এবং তাদের বেতন বছরে ছয় লক্ষাধিক টাকা হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উদ্যোক্তা, দক্ষতা উন্নয়ন, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্র শেখর, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।