স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : বড়পাথুরীতে লোনের টাকা ঘিরে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত এক মহিলা। আক্রান্ত মহিলার নাম শুক্লা দেবনাথ। ঘটনার বিবরণের জানা যায়, লোনের টাকা নিয়ে শুক্লা দেবনাথের ঝামেলা বাদে পারিপার্শ্বিক কয়েকজন পুরুষ মহিলার সাথে। তারা শুক্রবার বিকেলে শুক্লা দেবনাথের ছেলেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে বিষয়টি সে মোবাইল ফোনে রেকর্ড করে তার মাকে জানায়।
পরবর্তী সময় শুক্লা দেবনাথ বাড়ি থেকে বের হলে তার উপর এলাকা শিল্পী দেবনাথ, রমণী দেবনাথ, শেফালী দেবনাথ, রেখা দেবনাথ, শিপ্রা দাস এবং উত্তম দাস নামে দুর্বৃত্তরা আক্রমণ সংগঠিত করে। লাঠি এবং দা সহ বিভিন্ন অস্ত্র দিয়ে শুক্লা দেবনাথের মাথা এবং হাতে আক্রমণ করে রক্তাক্ত করে বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজনেরা। নিয়ে যাওয়া হয় বড়পাথুরী হাসপাতালে। অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক রেখা করেন জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহত মহিলা শুক্লা দাস। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান আহত মহিলা এবং তার মেয়ে।