স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : দীর্ঘ বছরের সমস্যা নিরসনে কর্পোরেটারের নেই কোন ভূমিকা। এমনটাই নজরে আসে ৪১ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্য প্রতাপগড় সুরেন্দ্রপল্লীর ১০ নং বুথ এলাকায়। এই এলাকার বাসিন্দা দীপালি সূত্রধর। দীর্ঘ দিন ধরে বৃষ্টি পর রাস্তার ড্রেইনের জল জল বাড়িতে ঢুকে। জল মগ্ন হয়ে পড়ে মহিলার বাড়ি। জল বের হওয়ার কোন রাস্তা নেই। ড্রেইনের অস্তিত্ব নেই। যে কারনে দীর্ঘ ১০বছর ধরে এই সমস্যায় ভুগছেন দীপালি সূত্রধর।
বাড়ি মাটি ফেলে উঁচু করার আর্থিক সামর্থ নেই তার। কর্পোরেটার সহ উদ্ধতন কর্তৃপক্ষের নজরে নেন। অথচ কোন এক অজ্ঞাত কারনে তার এই সমস্যা সমাধানে নেই উদ্যোগ। দীপালি সুত্রধরের নেই বৃদ্ধ ভাতা। নেই বিধবা ভাতা। সরকারি আবাস যোজনায় ঘর থেকেও বঞ্চিত। বৃদ্ধার দাবি তার জল সমস্যা নিরসনে পদক্ষেপ নিক পুর নিগম। কারণ এ বিষয়টি তিনি বহুবার এলাকার জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে গেছেন। কিন্তু সমস্যা নিরসনের কোন নাম নেই। তাই তিনি মেয়রের দৃষ্টি আকর্ষন করে সমস্যা সমাধানের দাবি জানান। কারণ এই সমস্যায় পড়ে তিনি রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে গেছেন। তাই দিশেহারা এই মহিলা মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েছেন। এখন দেখায় বিষয় মহিলার সমস্যা সমাধানের জন্য নিগম নড়ে চড়ে বসে কিনা।