স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : অন্যান্য বছরের ন্যায় এই বছরও রাজধানীর রবিন্দ্র ভবন সংলগ্ন এলাকায় গণেশ পূজার আয়োজন করেছে গনপতি সামাজিক সংস্থা। শনিবার রবিন্দ্র ভবনের সামনে সাংবাদিক সম্মেলনে করে সংস্থার সম্পাদক বিজু পাল জানান ১৭ সেপ্টেম্বর তাদের পুজো মণ্ডপ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই পূজা চলবে। প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে চলবে। এছারাও প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সন্ধ্যা আরতি শেষে রাত্রি ১০ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে। গনপতি সামাজিক সংস্থা আয়োজিত গণেশ পূজায় সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানান সংস্থার সম্পাদক।