স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান-৫ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই অভিযান চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ১৯ তারিখ এর সূচনা হবে বিলোনীয়া শচীন দেববর্মন অডিটরিয়ামে। রাজ্যভিত্তিক কর্মসূচীর সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।
উদ্বোধনী দিন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান সংগঠিত হবে। জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডি কে চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপ্রোডাক্টিভ চাইন্ড হেলথ -এর স্টেট প্রোগ্রাম অফিসার ডাঃ সঞ্জয় রুদ্রপাল, স্টেট ইমিউনাইজেশন অফিসার ডাঃ মৌসুমী সরকার। মিশন অধিকর্তা জানান শিশু ও কিশোর কিশোরীর জনস্বাস্থ্য কর্মসূচির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযান-এর বিশেষ কর্মসূচি সূচনা করে। শূন্য থেকে ১৯ বছর বয়সের মধ্যে কিশোর- কিশোরীদের রক্তাল্পতা নিয়ন্ত্রণ করা-ই মুখ্যমন্ত্রী “সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযান”-এর উদ্দেশ্য।