Friday, October 18, 2024
বাড়িরাজ্যন্যাশনাল পেনশন সিস্টেম দিবস উদযাপন

ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : বুধবার আগরতলা প্রজ্ঞাভবনে ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থসচিব অপূর্ব রায়। প্রোটিএন ই-গভ: টেকনোলজিস লিমিটেডের উদ্যোগে ও রাজ্য সরকারের অর্থ দপ্তরের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থসচিব বলেন, এনপিএস একটা প্রকল্প। এমন একটা প্রকল্প যেখানে শুধু সরকারি কর্মচারিরা নন, নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

 অতিরিক্ত অর্থসচিব আকিঞ্চন সরকার বলেন, সামাজিক নিরাপত্তায় এনপিএস-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে প্রোটিএন ই-গভ: টেকনোলজিস লিমিটেডের জাতীয় প্রধান নীতিন যোশী বলেন, এনপিএস-এর কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেমে দেশের মধ্যে ত্রিপুরা বেস্ট পারফরমিং স্টেট হিসেবে পরিচিত। অনুষ্ঠানে প্রোটিএন ই-গভ: টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে অর্থসচিব অপূর্ব রায় ও অতিরিক্ত অর্থসচিব আকিঞ্চন সরকারকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন অর্থসচিব এনপিএস গাইডলাইন সংক্রান্ত একটি বুকলেটের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত অর্থসচিব আকিঞ্চন সরকার, প্রোটিএন ই-গভ: টেকনোলজিস লিমিটেডের জাতীয় প্রধান নীতিন যোশী, সংস্থার উচ্চপদস্থ আধিকারিক রমেশ কুমার, ট্রেজারি অফিসার হর্ষিতা বিশ্বাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য