Thursday, May 22, 2025
বাড়িরাজ্য১৫ দিন ধরে অন্ধকারে সাব্রুম মধুপাড়া এলাকার মানুষ

১৫ দিন ধরে অন্ধকারে সাব্রুম মধুপাড়া এলাকার মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। সাব্রুম মহকুমার পোয়াঙ বাড়ি ব্লকের পশ্চিম টাক্কা তুলসী এডিসি ভিলেজের মধুপাড়া এলাকায় ১৫ দিন ধরে নেই বিদ্যুৎ। সাব্রুম মহকুমার পোয়াঙবাড়ি ব্লক এর অন্তর্গত পশ্চিম টাক্কা তুলসী ভিলেজের মধুপাড়া এলাকায় গত প্রায় ১৫ দিন ধরে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে পড়েছে।

এতে করে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। আর কত ১৫ দিন ধরেই এলাকার সাধারণ মানুষদের বোকা বানিয়ে চলেছে নিগমের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ কর্মচারীরাও। বিদ্যুৎ কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিদিন তারা সাধারণ মানুষদের আশ্বাসের টুপি পরিয়ে যায়। নিগমের কর্মীরা মঙ্গলবারেও কথা দিয়েছিল সকাল দশটার আগে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে। কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে কোন মূল্য রইল না। প্রতিনিয়ত দেওয়া প্রতিশ্রুতির খেলাপের বিরুদ্ধে শেষ পর্যন্ত গর্জে উঠল স্থানীয়রা। সাবরুম শ্রীনগর যাওয়ার রাস্তায় মধুপাড়া এলাকায় পথ অবরোধ করে স্থানীয়রা। বিদ্যুতের এই অচল অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!