Sunday, May 18, 2025
বাড়িখেলাব্রডের হৃদয়ে রোমাঞ্চ জাগে আফ্রিদির বোলিংয়ে

ব্রডের হৃদয়ে রোমাঞ্চ জাগে আফ্রিদির বোলিংয়ে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৫ আগস্ট: এবারের অ্যাশেজ দিয়েই ক্রিকেটকে বিদায় জানানো ব্রড এখন ধারাভাষ্য দিচ্ছেন দা হান্ড্রেড-এ। ১০০ বলের ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি আসরে ওয়েলস ফায়ারের হয়ে খেলছেন আফ্রিদি। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেছেন তিনি। প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুটি ইনসুইঙ্গিং ইয়র্কারে ধরেছেন জোড়া শিকার। পরের ম্যাচেও আঁটসাঁট বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট।ধারাভাষ্যে থেকে আফ্রিদির বোলিং দেখে পুরোনো ভালোলাগার কথাও বললেন ব্রড।“বিশ্বে যাদের বোলিং দেখতে পছন্দ করি, তাদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি একজন। যখন সে ছুটে যায়, তার উপস্থিতি এতটা দুর্দান্ত… যে বোলারদের রান আপে প্রাণশক্তি ও স্পন্দন থাকে, তাদেরকে দেখতে আমার ভালো লাগে। তার সহজাত স্কিলও এতটা দারুণ…যেভাবে সে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল ভেতরে সুইং করায়, তা দেখাটা আনন্দদায়ী।”

দা হান্ড্রেড-এর আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ব্রডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে আগুনে বোলিং করেছেন আফ্রিদি। বাঁহাতি এই ফাস্ট বোলারের জন্য ব্রডের ভালোলাগা তাই আরও বেশি।“এই গ্রীষ্মে সে নটিংহ্যামশায়ার আউটলজের হয়েও খেলেছে, যে দল আমার হৃদয়ের খুব কাছে। যে বোলারদের আমি দারুণভাবে সমীহ করি, সে তাদের একজন। খুব করে চাই, সে ভালো করুক।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!