Tuesday, September 17, 2024
বাড়িখেলাএমবাপ্পেকে নিয়ে লিভারপুলে ‘হাসাহাসি’

এমবাপ্পেকে নিয়ে লিভারপুলে ‘হাসাহাসি’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ আগস্ট: ‘শেষ হইয়াও হইল না শেষ’—কিলিয়ান এমবাপ্পের দলবদল নাটকটা ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের এ সংজ্ঞার মতোই। আজ এ খবর শোনা যায় তো কাল অন্য খবর।গত মাসে চিঠি দিয়ে পিএসজিকে আগামী মৌসুমের পর আর চুক্তি নবায়ন না করার বিষয়টি জানিয়ে দেন এমবাপ্পে। তিনি যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে চান, তা সবারই জানা। অন্যদিকে তাঁকে পাওয়ার জন্য পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।এর মধ্যেই আবার একবার গুঞ্জন ওঠে, তাঁকে বার্সেলোনা নিতে চায়। এরপর আসে চেলসিকে নিয়ে খবর। এ ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন লিভারপুল। ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মিরর খবর দিয়েছিল, এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে নিতে চায় লিভারপুল। বার্সেলোনা এমবাপ্পেকে চাওয়ার খবর আগেই উড়িয়ে দিয়েছে। চেলসি এ বিষয়ে কিছু বলেনি। তবে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, এমবাপ্পেকে ধারে নেওয়ার খবরটি শুনে মজা পেয়েছেন। বিষয়টি নিয়ে তাঁরা নাকি হাসাহাসিও করেছেন।

প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে লিভারপুল এখন আছে সিঙ্গাপুরে। সেখানে বসেই লিভারপুলের এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে নেওয়ার খবরটি পান ক্লপ। এ খবর শোনার পর সিঙ্গাপুরে লিভারপুল দলের প্রতিক্রিয়া কী ছিল, স্কাই জার্মানির সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন ক্লপ।সিঙ্গাপুরের কালাংয়ে আগামীকাল বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে লিভারপুল। এ ম্যাচের আগের স্কাই জার্মানিকে এমবাপ্পের খবরটি নিয়ে ক্লপ বলেছেন, ‘আমরা এটা নিয়ে হেসেছি।’ এমবাপ্পের সঙ্গে কোনো ধরনের চুক্তি করাই লিভারপুলের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন দলটির জার্মান কোচ। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্লপ, ‘সত্যিকার অর্থেই সে ভালো একজন খেলোয়াড়। কিন্তু আর্থিক শর্তটা আমাদের জন্য মানানসই নয়।’এরপর অবশ্য একটা ‘কিন্তু’ও রেখে দিয়েছেন ক্লপ, ‘গল্পটা আমি এখানেই নষ্ট করতে চাই না। কিন্তু আমি যদ্দূর জানি, এমন কিছু হচ্ছে না।’ ক্লপ অবশ্য এরপর আবার মজাই করেছেন, ‘আবার এমনও হতে পারে ক্লাবের কেউ কোনো প্রস্তুতি নিচ্ছে। হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখানে আমার আট বছরে এমন কিছু হয়নি। এটাই হয়তো প্রথম হবে!’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য