Sunday, May 18, 2025
বাড়িবিশ্ব সংবাদমস্কোয় ড্রোন হামলা, সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত

মস্কোয় ড্রোন হামলা, সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ আগস্ট: গত রোববারও মস্কোভা সিটিতে ড্রোন হামলা হয়েছিল। এ ধরনের বেশ কয়েকটি হামলার ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও এগুলো রাশিয়ার মধ্যে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে।‘হতাশ ইউক্রেইন বেপারোয়া হয়ে এসব হামলা চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ। এ ধরনের হামলা রুখতে রাশিয়া সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি।

মস্কোর বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা এই যুদ্ধকালে রাশিয়ার ভূখণ্ডে যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে ইউক্রেইন খুব কমই মন্তব্য করেছে। কিন্তু চলতি সপ্তাহে সেই ধারা ভেঙে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন হামলার উল্লেখ করে বলেছেন, “যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে ফিরে যাচ্ছে, তাদের প্রতীকী কেন্দ্রগুলোতে ও সামরিক ঘাঁটিগুলোতে।” রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বিধ্বংসী ইউনিট ইউক্রেইনের একটি ‘সন্ত্রাসী হামলা’ ব্যর্থ করে দিয়েছে এবং মস্কোকে লক্ষ্যস্থল করা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।   মঙ্গলবার ভোররাতে এ ঘটনার সময় বাধার মুখে একটি ড্রোন পথহারা হয়ে মস্কোর একটি সুউচ্চ ভবনে আঘাত হেনেছে, এক সপ্তাহ আগেও এই একই ভবন ইউক্রেইনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।  বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনার যে ভিডিও তারা পেয়েছে তাতে দেখা গেছে ভবনটির উপরদিকে কাঁচে ঢাকা সম্মুখভাগের বেশ কয়েক মিটার অংশ ড্রোনের আঘাতে ধ্বংস হয়ে গেছে।  

টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “১ অগাস্ট রাতে মস্কো ও মস্কো অঞ্চল লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোনযোগে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছিল কিইভ সরকার, তা প্রতিহত করা হয়েছে।”মস্কোর কেন্দ্রস্থল থেকে পশ্চিমদিকে শহরতলীতে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।“অপর একটিকে (ড্রোন) রেডিও-ইলেকট্রনিক উপকরণ দিয়ে আঘাত হানা হয়, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মস্কোভা সিটির (রাজধানীর বাণিজ্য কেন্দ্র) একটি অনাবাসিক ভবন কমপ্লেক্সে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়,” বলেছে তারা। এ ঘটনার পর মস্কোর প্রধান তিনটি বিমানবন্দরের একটি ভিনুকোভা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল, পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু হয়।

বার্তা সংস্থা তাস জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ সংগ্রহ করে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এর আগে মস্কোর মেয়র সের্জেই সেবেনিয়ান জানিয়েছিলেন, রাজধানীকে লক্ষ্যস্থল করে যেসব ড্রোন এসেছিল সেগুলোর একটি এর আগে মস্কোভা সিটির যে ভবনে আরেকটি ড্রোন আঘাত হেনেছিল সেই একই ভবনে গিয়ে আছড়ে পড়ে।“একটি এর আগে আঘাত হানা মস্কোভা সিটি কমপ্লেক্সের একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। এতে ২১ তলার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সামনের কাঁচের ১৫০ মিটারেরও বেশি ধ্বংস হয়ে গেছে,” বলেছেন তিনি।তবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি বলে জানিয়েছেন সেবেনিয়ান।

গত রোববারও মস্কোভা সিটিতে ড্রোন হামলা হয়েছিল। এ ধরনের বেশ কয়েকটি হামলার ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও এগুলো রাশিয়ার মধ্যে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে।‘হতাশ ইউক্রেইন বেপারোয়া হয়ে এসব হামলা চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ। এ ধরনের হামলা রুখতে রাশিয়া সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি।মস্কোর বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা এই যুদ্ধকালে রাশিয়ার ভূখণ্ডে যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে ইউক্রেইন খুব কমই মন্তব্য করেছে। কিন্তু চলতি সপ্তাহে সেই ধারা ভেঙে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন হামলার উল্লেখ করে বলেছেন, “যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে ফিরে যাচ্ছে, তাদের প্রতীকী কেন্দ্রগুলোতে ও সামরিক ঘাঁটিগুলোতে।” 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!