স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে শুক্রবার হেপাটাইটিস ফাউন্ডেশান অফ ত্রিপুরা এবং এসোসিয়েশান অফ পিজিসিয়ান অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।
প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস, বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক, বিশিষ্ট চিকিৎসক অরিন্দম দত্ত সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন হেপাটাইটিস ফাউন্ডেশান অফ ত্রিপুরার যথেষ্ট প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন করোনার প্রকোপ চলাকালীন সময় যেমন সকলে মিলে লড়াই করেছে এবং সচেতনতা বৃদ্ধি করেছে ঠিক তেমনি ভাবে হেপাটাইটিস রোগ প্রতিরোধে সকলে একসাথে মিলে লড়াই করতে হবে। গন সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে আলোচনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক হেপাটাইটিস এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এদিনকার এই কর্মশালার আয়োজন।