Sunday, May 18, 2025
বাড়িরাজ্যধর্ষণের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল

ধর্ষণের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : বৃহস্পতিবার বিকেলে খোয়াই বনকর এলাকায় এক নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে খোয়াই মহিলা থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায় করা হয়। পরে রাতেই অষ্টম শ্রেণী পড়ুয়া ১৪ বছর বয়সী দুই নাবালককে আটক করে মহিলা থানার পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে ময়দানে কোমরে বেঁধে নামে বিশ্ব হিন্দু পরিষদ।

শুক্রবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের এক প্রতিনিধি দল ধর্ষিতা নাবালিকার বাড়িতে গিয়ে ঘটনাটি সবিস্তারে ওয়াকিবহাল হয়। এদিকে শনিবার সকালে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কয়েক শতাধিক যুবক মিছিল করে গোটা শহর পরিক্রমা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। এবং খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার অনুপস্থিতিতে জেলাশাসক অফিসের এক দায়িত্বপ্রাপ্ত কর্মীর নিকট দাবি সনদ তুলে দেয়। তারপর খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মার কাছে ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেওয়া হয়। এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিজয় গুপ, বজরং দলের খোয়াই জেলা সংযোজক সত্যজিৎ রায় সহ সংগঠনের জেলা স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন বিশ্ব হিন্দু পরিষদের মিছিল এবং ডেপুটেশন ঘিরে কোন ধরনের যাতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসনের আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা ছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!