স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : শনিবার ইকো ইন্ডিয়া এবং জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা যৌথ উদ্যোগে দুদিনের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু হয়। আগরতলা একটি বেসরকারি হোটেলে দক্ষতা বৃদ্ধির এই প্রশিক্ষণের উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব ডাক্তার দেবাশীষ বসু, এন এইচ এম -এর সচিব শুভাশিস দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। শুভাশিস দাস জানান, ইকো ইন্ডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোকে দাঁড় করাতে চাইছে। এরমধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যও। তাই এদিন ত্রিপুরা রাজ্যের চিফ মেডিকেল অফিসার সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজ্যের চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন হবে বলে অভিমত ব্যস্ত করেন এন এইচ এম -এর সচিব।