Saturday, May 17, 2025
বাড়িরাজ্যগুলিতে ঝাঁঝরা টি এস আর জওয়ান

গুলিতে ঝাঁঝরা টি এস আর জওয়ান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : টি এস আর ১৩ নং ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়টি অবস্থিত উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সুভাষনগর গাওসভার আওতাধীন দাসপাড়া এলাকায়। আর এই প্রধান কার্যালয়ে রবিবার গভীর রাতে কর্তব্যরত অবস্থায় এক রাইফেলম্যানের মৃতদেহ উদ্ধার হয়। মৃত জওয়ানের নাম শরৎ সিংহ। মৃত রাইফেলম্যানের বাড়ি পশ্চিমবঙ্গে।

 অভিযোগ দীর্ঘ দিন ধরে জওয়ানদের ছুটি ছাটা নিয়ে কিছুটা অনিয়ম চলছিল ব্যাটেলিয়ানের সদর কার্যালয়ে। অ্যাসিস্ট্যান্ট কামাডেন্টের আচরণে অনেক জওয়ানের মধ্যে ছিল ক্ষোভ। আর এই নির্যাতন সহ্য করতে না পেরেই টি এস আর জওয়ান আত্মঘাতী হয়েছে বলে সুত্রের খবর। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ফরেন্সিক টিম। পুলিশ তদন্তক্রমে মৃতদেহটি সোমবার ভোরে নিয়ে আসে কাঞ্চনপুর হাসপাতালের মর্গে। তবে এখন পর্যন্ত এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আসল রহস্য প্রকাশ্যে আসেনি। এবং এটি আত্মহত্যা নাকি খুন সেটাও স্পষ্ট বলতে পারছে না পুলিশ। ময়না তদন্তের পরই সম্পূর্ণ তথ্য জানা যাবে। এদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাটেলিয়ানের সদর কার্যালয় ও আশপাশ এলাকায়। দাবি উঠছে সুষ্ঠু তদন্তের। মৃতদেহ ময়না তদন্তের পর বাড়ির উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!