Tuesday, May 20, 2025
বাড়িরাজ্যগণধর্ষণ মামলার অভিযুক্ত নেশা সামগ্রী পাচারের সময় আটক

গণধর্ষণ মামলার অভিযুক্ত নেশা সামগ্রী পাচারের সময় আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে এক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণে ড্রাগস সহ নগদ অর্থ আটক হয়। জানা গেছে, পুলিশের কাছে খবর ছিল আগরতলার থেকে TR 06 A 0473 নম্বরের গাড়ি দিয়ে তেলিয়ামুড়ায় বিপুল পরিমাণে ড্রাগস পাচার হবে।

সে সময় তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকার ও তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে। সে সময় TR 06 A 0473 নম্বরে গাড়িটি আসতে দেখে গাড়িটি দাঁড় করে তল্লাশি শুরু করে। গাড়ি চালক ছিল জাহেদ মিঞা নামে গণধর্ষন মামলার অভিযুক্ত যুবক। গাড়ি থেকে তল্লাশি চালিয়ে নগদ অর্থ, ড্রাগস সহ জাহেদ মিঞা নামের এই যুবককে আটক করতে সক্ষম হয়। আটক জাহেদ মিঞার বাড়ি চাকমাঘাট তুইমধু এলাকায়। পুলিশ জানায় ড্রাগস বিক্রেতার বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পুলিশ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করছে। সুষ্ঠু তদন্ত হলে বাকি অভিযুক্তদের নামও উঠে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!