Tuesday, May 20, 2025
বাড়িখেলা২৫ ম্যাচে ২ গোল করেও খেলার সুযোগ না পাওয়ার কারণ খুঁজছেন রিচার্লিসন

২৫ ম্যাচে ২ গোল করেও খেলার সুযোগ না পাওয়ার কারণ খুঁজছেন রিচার্লিসন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ মার্চ: অনেক প্রত্যাশা নিয়ে মৌসুমটা শুরু করেছিল টটেনহাম। আগের মৌসুমে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিয়েছিল দলটি। সমর্থকদের প্রত্যাশা ছিল, আন্তোনিও কন্তের হাত ধরে চ্যাম্পিয়নস লিগে দারুণ সাফল্য পাবে তারা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো টটেনহামকে।দুই লেগ মিলিয়ে এসি মিলানের কাছে ১-০ গোলে হেরেছে তারা। দলের এমন বিদায়ের পর মুখ খুলেছেন স্পারদের তারকা খেলোয়াড় রিচার্লিসন। প্রশ্ন তুলেছেন মাঠে পাওয়া নিজের খেলার সময় নিয়ে। মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে খেলার জন্য মাত্র ২০ মিনিট সময় পেয়েছেন রিচার্লিসন। কেন তাঁকে বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে, সেই উত্তরও খুঁজছেন এই ব্রাজিলিয়ান।

ম্যাচ শেষে ক্ষুব্ধ রিচার্লিসন বলেছেন, ‘কেন আমাকে বদলি হিসেবে খেলানো হচ্ছে আমি বুঝতে পারছি না। খুব ভালোভাবেই সব এগোচ্ছিল। ওয়েস্ট হাম এবং চেলসির বিপক্ষে জয়ও পেলাম। তারপর হঠাৎ করে দেখলাম সে (সহকারী কোচ ক্রিস্টিয়ান স্টেল্লিনি) আমাকে বেঞ্চে বসিয়ে দিল। উলভসের বিপক্ষে আমাকে মাত্র ৫ মিনিটের জন্য নামানো হলো। আমি জিজ্ঞেস করেছি, কেন? তারা আমাকে কিছুই বলতে পারেনি। আর গতকালও তারা আমাকে জিমে পরীক্ষা দিতে বলে, সেটি ভালো হলেই আমি খেলতে পারব। কিন্তু খেলার সময় তারা আমাকে বেঞ্চে বসিয়ে দিল। এই বিষয়গুলো বোঝা সম্ভব নয়।’ক্ষুব্ধ রিচার্লিসন আরও যোগ করে বলেন, ‘দেখা যাক সে (কন্তে) কাল কি বলে। কিন্তু এখানে কেউ বোকা না। আমি পেশাদার, আমি প্রতিদিন কাজ করি এবং খেলতে চাই। আমি সময় পাচ্ছি না। আমি ছোটখাটো চোটে ভুগছি কিন্তু যখনই আমি মাঠে নামি, নিজের জীবন দিয়ে দিই।’খেলার সুযোগ না পেয়ে রিচার্লিসন ক্ষোভ প্রকাশ করলেও মাঠে তাঁর পারফরম্যান্স ভিন্ন কিছুই বলছে। চ্যাম্পিয়নস লিগে ২ গোল করলেও প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলে এখনো গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান তারকা। সব মিলিয়ে ২৫ ম্যাচ খেলেও তাঁর গোল সংখ্যা সাকল্যে সেই দুটিই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!