স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ডিসেম্বর : ইটভাট্টা শ্রমিকদের মজুরি চলতিবর্ষে ন্যূনতম ২০ শতাংশ বৃদ্ধি করা, ইটভাট্টাগুলি কয়লা সংকট নিরসনের ব্যবস্থা করা, ভাট্টার কর্মরত শ্রমিকদের কাজের হিসেব নিকাশ সঠিকভাবে শ্রমদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সুনিশ্চিত করা সহ সাত দফা দাবিতে ইটভাট্টা ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস জানান রাজ্যে বিজেপি, আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইটভাট্টা শ্রমিকদের দুর্দশার অন্ত নেই।
শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। দীর্ঘ ৪৫ মাসে এক টাকাও মজুরি বৃদ্ধি পায়নি শ্রমিকদের। কিন্তু প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য। তাই সরকার যাতে শ্রমিকদের স্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করে তার দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইটভাট্টাগুলিতে কয়লা সংকট দেখা দিয়েছে। এক্ষেত্রে সরকার সম্পূর্ণভাবে উদাসীন ভূমিকা পালন করে চলেছে। বহিঃরাজ্য থেকে কয়লার জোগান দেওয়ায় তীব্র সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যার জন্য ইটভাট্টাগুলি বন্ধ হলে শ্রমিকরা কাজ হারাবে। তাই সমস্যা অবিলম্বে সমাধান করার দাবি জানানো হচ্ছে। সরকার যাতে উদাসীনতা এবং দায়িত্বহীনতা থেকে দূরে থাকে তার জন্য দাবী জানানো হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেন ইটভাট্টাগুলিতে শ্রমিকদের জন্য বিদ্যুৎ এবং পানীয় জলের যাতে সঠিক ব্যবস্থা করা হয় তার দাবিও জানানো হয় সংশ্লিষ্ট দপ্তরের কাছে। এদিন শ্রম কমিশনারের উদ্দেশ্যে দাবি সনদ তুলে দেন প্রতিনিধি দল।